স্টাফ রিপোর্টার: অভয়নগর উপজেলা সদর গুয়াখোলা গ্রামে গোলাম জহিরুল হক লিখনের (পার্বণ হোটেলের মালিক) বাড়িতে মঙ্গলবার দিবাগত গভীর রাতে ডাকাতি সংঘটিত হয়েছে। সংঘবদ্ধ ডাকাতেরা পরিবারের সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে ৩৮ ভরি স্বর্ণ, দুইট মটরসাইকেল, নগদ দুই লাখ টাকা নিয়ে পালিয়ে যায়।
গৃহকর্তা জহিরুল ইসলাম জানান ছয় থেকে সাত জনের একটি ডাকাত দল রাত চারটার সময় টিন কেটে ঘরে ঢোকে। তারা রাম দা ও ছুরি ঠেকিয়ে পরিবারের সকলকে জিম্মী করে ফেলে। পরে ডাকাতেরা তার আলমারিতে রাখা প্রায় ৩৮ ভরি স্বর্ণালংকার, নগদ দুই লাখ টাকা ও বাড়িতে থাকা দুইটি মটর সাইকেল নিয়ে পালিয়ে যায়। তিনি আরো জানান ডাকাতের প্রত্যেকের বয়স ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে তারা মাকস পরিহিত ছিলো। ডাকাতি করে পালানোর সময় বাড়ির সিসি ক্যামেরার রিসিভার খুলে নিয়ে যায়।
থানার অফিসার ইনচার্জ একেএম শামীম হাসান এক সাক্ষাতকারে সাংবাদিকদের বলেন, ‘ওটা ডাকাতি না ছিছকে চুরি।’
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.