নওয়াপাড়া অফিস- অভয়নগর উপজেলার মহাকাল এলাকাবাসী যত্রতত্র কয়লা ফেলে দূষণের বিরুদ্ধে রোববার বিকালে যশোর - খুলনা মহাসড়কের চেঙ্গুটিয়া এলাকায় মানববন্ধনের প্রস্তুতি নিচ্ছিল। এমন সময় সন্ত্রাসী কর্তৃক মানববন্ধন বাধা প্র্প্ত হয়। এ সময়ে এলাকার মান্যবর ব্যক্তি মন্টু ঘোষ লাঞ্চিত হয়। পরে এলাকাবাসী মন্টু ঘোষকে লাঞ্চিত করার প্রতিবাদে ফের মাবনবন্ধন করে। মানববন্ধনে বক্তব্য রাখেন,আঞ্চলিক পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক উজ্জবল কুন্ডু, রথখোলা মন্দিরের উপদেষ্টা শুকুমার ঘোষ, ঘোপের ঘাট কালি মনিন্দিরের সাধারণ সম্পাদক সুদর্শণ মল্লিক, শিক্ষক মাছুম বিল্লাহ প্রমুখ। মানববন্ধনে অংশগ্রহণ করেন এলাকার আবালবৃদ্ধাবনিতা সহ শতাধিক ব্যক্তি।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.