অভয়নগরে কোরবানীর পশুর সংকট নেই

নওয়াপাড়া অফিস:
অভয়নগরে পর্যাপ্ত কোরবানীর পশু আছে। বড় ধরনের পশু না থাকলেও মাঝারি ছোট পশুর ঘাটতি হবে না। উপজেলা প্রাণী সম্পদ অফিস সূত্রে জানা গেছে, এ উপজেলায় গরু ও ছাগল মিলে মোট বিক্রিযোগ্য পশু রয়েছে ৭ হাজার ৪৯০টি। এর মধ্যে গরু ২ হাজার ৯৭৫টি, ছাগল ৪ হাজার ৫০৫টি এবং ভেড়া রয়েছে ১৫টি। জন প্রতি কোরবানীর চাহিদা রয়েছে ৬ হাজার ৯০০টি পশুর। চাহিদার বিপরীতে এখানে উদ্বৃত রয়েছে ৫৭০টি পশু। উপজেলায় স্থায়ী হাট রয়েছে দুইটি । সেগুলো হলো নওয়াপাড়া পৌরসভা ও মরিচা হাট। নওয়াপাড়ায় হাট বসে শনি ও মঙ্গলবারে আর মরিচায় বসে বুধবারে। এছাড়া ঈদের আগের দিন নাউলি বাজারে অস্থায়ী হাট বসবে। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আবুজার সিদ্দীকি বলেন, ‘এ উপজেলায় ছোট বড় অনেকগুলো গরু ছাগলের খামার গড়ে উঠেছে। এখানে বড় ধরনের পশু না থাকলেও ছোট ও মাঝারি পশুর ঘাটতি নেই। খাবারের দাম বেশি তাই পশুর দাম বেশি হওয়া স্বাভাবিক।’