প্রিন্ট এর তারিখঃ জুলাই ৭, ২০২৫, ৫:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৬, ২০২০, ১২:৫৫ পি.এম
অভয়নগরে কোভিডে আক্রান্ত আরও ১৩ জন

মো:আমানুল্লাহ ,অভয়নগর থেকে-
যশোরে অভয়নগর উপজেলায় আরও ১৩ জনের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এই নিয়ে উপজেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৫০ জনে ।
আজ রবিবার সকালে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে এ তথ্যে পাওয়া গেছে ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, গত বুধবার ও বৃহস্পতিবার উপজেলার সংগ্রহ করা ৪১ টি নমুনা পরীক্ষার জন্য যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগারে পাঠানো হয়। শুক্রবার নমুনা পরীক্ষার প্রতিবেদন আসে। প্রতিবেদনে জানা গেছে, ১৩ জনের নমুনা পরীক্ষার ফল পজিটিভ।
সূত্র জানায়, উপজেলায় আজ রবিবার পর্যন্ত করোনাভাইরাস পরীক্ষার জন্য ১২৩৬ টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এসব নমুনা খুলনা মেডিকেল কলেজ এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগারে পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার প্রতিবেদনে জানা গেছে, ২৫০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে সুস্থ হয়েছেন ১৯৮ জন। মারা গেছেন সাত জন। আক্রান্তদের মধ্যে চারজন অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। বাকি ৪১ জন বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.