অভয়নগরে কৃষকের পুকুরে বিষ দিয়ে তিন লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

নওয়াপাড়া অফিস
অভয়নগর উপজেলায় শত্রæতা বশত এক কৃষকের পুকুরে বিষ ঢেলে তিন লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। ক্ষতিগ্রস্ত ওই কৃষকের নাম নাম আল-মামুন কাজী। তিনি উপজেলার শুভরাড়া ইউনিয়নের শুকপাড়া গ্রামের কাজী রুহুল কুদ্দুসের ছেলে। আল মামুন বলেন,‘ঘেরে মাছ দেওয়ার জন্য এই পুকুরে চারামাছ মজুদ করে রেখে ছিলাম। গত মঙ্গলবার রাতে আমার পুকুরের আসপাশ দিয়ে প্রতিপক্ষের লোকদের চলাচল করতে দেখে আমার সন্দেহ হয়। আমি রাতে মাছ পাহারা দিতে থাকি। একটি কাজে রাত বারোটার কিছু আগে বাড়ির ভিতরে যাই। মধ্যরাতে একটি শব্দ শুনে পুকুর পাড়ে ছুটে এসে দেখি মাছ ছটফট করে মারা যাচ্ছে এসময় পুকুরের পানি ও বাতাসে বিষের গন্ধ অনুভব করি। পুকুরে বড় চিংড়ি মাছের পোনা, সাদা মাছের ভিতর কাতলা ও রুই মাছ ছিল। বিষ দেওয়ার ফলে সকল মাছ মারা গেছে। মাছ মারা যাওয়ার ফলে আমার তিন লক্ষ টাকার ক্ষতি হয়েছে। আমি এখন আতংকে আছি অন্য পুকুর গুলো নিয়ে।’ এ ঘটনায় তিনি থানায় অভিযোগ করবেন জলে জানান।