অভয়নগরে করোনা রোগীর সংখ্যা বেড়েই চলেছে

স্টাফ রিপোর্টার : অভয়নগরে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। করোনায় দ্বিতীয় ঢেউ শুরু হলে বৃহস্পতিবার(৮/৪/২১) পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ জন। বুধবার বিকালে সর্বশেষ ১১ জনের দেহে করোনা পজেটিভ সনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে একজন হাসপাতালে ভর্তি রয়েছেন। বাকিরা বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। উপজেলায় এপর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬০৯ জন। এর মধ্যে মারা গেছেন ১৬ জন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে প্রাপ্ত তথ্যে আরো জানা গেছে, করোনা প্রতিরোধের জন্য এ পর্যন্ত প্রথম ডোজের টিকা গ্রহন করেছেন ১০ হাজার ১১১জন এবং দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন ৮০ জন।