স্টাফ রিপোর্টার- অভয়নগরে করোনা আতংকে নিত্যপন্য মজুদ করছে এক শ্রেণির লোক। আর এ সুযোগে অতিরিক্ত মুনাফা লুফে নিচ্ছে অসাধু ব্যবসায়ীরা। শুক্রবার নওয়াপাড়া বাজার ঘুরে দেখা যায় মোটা চাল কেজি প্রতি ৫ টাকা আর বালাম চাল ৬ টাকা পর্যন্ত বেড়েছে। বড় বাজারের চাল বিক্রেতা মিন্টু এন্টার প্রাইজের মালিক অরবিন্দু রাহা জানান, গত তিন দিনে বেচাকেনা বেড়ে গেছে। পূর্বে প্রতিদিন ১০ থেকে ১২ বস্তা চাল কিক্রি করতাম এখন ৩০ থেকে ৪০ বস্তা বিক্রি করছি । যে কারনে চালের দাম বেড়ে গেছে। তিনি জানান, মোটা চাল র্পূবে ৩০ থেকে ৩২ টাকা কেজিপ্রতি বিক্রি করেছি এখন আড়তে দাম বেড়ে যাওয়ায় ৩৭ থেকে ৩৮ টাকা বিক্রি করছি। আর বালাম চাল ৪০ টাকা থেকে বেড়ে ৪৮ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
তরকারি দোকানী মাহাবুবুল হক বলেন, করনো ভাইরাস আতংকে তরকারির দাম বেড়ে গেছে, ৩০টাকার পেয়াজ ৬০ টাকায় বিক্রি হচ্ছে, ১৫ টাকার আলু ২০ টাকা, আর ৮০ টাকার রসুন এখন ১০০ টাকায় বিক্রি হচ্ছে। এ ব্যপারে জানতে চাইলে নির্বাহী ম্যজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নাজমুল হুসেইন খাঁন বলেন, করোনা আতংকে মানুষ মালামাল মজুদ করছে যে কারনে মালামালের দাম বেড়ে গেছে। আমি ব্যবসায়ী নেতাদের ডেকে বলে দিয়েছি ন্যায্য মূল্যে মালামাল বিক্রি করার জন্য। কিন্তু তারা কোন ভূমিকা রাখেনি। এখনো আমি অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে বিচার করবো।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.