Type to search

অভয়নগরে করোনা উপসর্গ নিয়ে আরো এক নারীর মৃত্যু

অভয়নগর

অভয়নগরে করোনা উপসর্গ নিয়ে আরো এক নারীর মৃত্যু

স্টাফ রিপোর্টার : অভয়নগর উপজেলায় করোনা উপসর্গ নিয়ে এক নারীর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে তার মৃত্যু হয়। তিনি নওয়াপাড়া পৌরসভার ৩ নং ওয়ার্ডের বসিন্দা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষায় ১৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে উপজেলায় মোট আক্রন্তের সংখ্যা দাড়ালো ১৫৭৩ জন। বর্তমানে চিকিৎসাধীন রোগী আছে ৪১৫ জন, হাসপাতালে ভর্তি আছে ১৯৪ জন এবং অন্যত্র পাঠানো হয়েছে ১০ জনকে। বাকি রোগীরা বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।