
স্টাফ রিপোটার: অভয়নগরে করোনা আক্রান্ত হয়ে মারুফা বেগম (৪২) নামে এক গৃহবধূ মঙ্গলবার (১৫/৬/২০২১) বিকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে মৃত্যু হয়েছে । তিনি অভয়নগর উপজেলার কোটা গ্রামের সাহিদুল ইসলামের স্ত্রী। ওই দিন রাত ১০টায় পারিবারিক গোরস্তানে তার লাশ দাফন করা হয়। থোঁজ নিয়ে জানা গেছে, তার লাশ দাফনের সময় পারিবারের ৫/৬ জন ব্যক্তি ছাড়া অন্য কেই শরীক হয়নি। করোনায় মৃত্যুর খবর পেয়ে ওই এলাকায় আতংক বিরাজ করছে।
মারুফার স্বামী মিল শ্রমিক শহিদুল ইসলাম শেখ জানান, ১২ দিন পূর্বে তার স্ত্রীর নমুনায় করোনা পজেটিভ ধরা পড়ে। ওইদিন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। এক সপ্তাহ পূর্বে শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতাল কর্তৃপক্ষ উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে পাঠিয়ে দেয়। মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তাদের পরিবারে এক মেয়ে ও এক ছেলে রয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. আলিমুর রাজিব বলেন, করোনায় মারুফা বেগমের মৃত্যু হয়েছে। হাসাপালের, আইসোলেশন ওয়ার্ডে রোগীর অবনতি হলে খুলনা মেডিকেলে রেফার করা হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু থাকে। অবস্থার অবনতি হয়েছিল বিধায় মারুফাকে খুমেকে পাঠানো হয়েছিল।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.