অভয়নগরে করোনায় আরো দুইজনের মৃত্যু নতুন আক্রান্ত ৩৯ জন

মিঠুন দত্ত: অভয়নগরে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে আরো দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। এরা হলেন নওয়াপাড়া পৌরসভার বুইকরা জগোর মোড় এলাকার বাসিন্দা আব্দুল লতিফ(৭০) ও রাজঘাট ৯ নং ওয়ার্ড এর রোকেয়া বেগম(৬০)। এর মধ্যে আব্দুল লতিফ গত শনিবার করোনার লক্ষণ নিয়ে মারা যান। আজ রবিবার নমুনা পরীক্ষায় তার রিপোট পজেটিভ এসেছে। এবং রোকেয়া বেগম গত শুক্রবার মারা যান নমুনা পরীক্ষায় আজ তার পজেটিভ রিপোর্ট পাওয়া গেছে বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল চিকিৎসক আলীমুর রাজীব নিশ্চিত করেছেন।এছাড়া তিনি আরো জানান আজ রোববার নতুন করে ৩৯ আক্রান্ত হয়েছে।উপজেলায় এখন পর্যন্ত ১ হাজার ২শত ৩৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ৩৩ জন।