Type to search

অভয়নগরে করোনার ক্ষতি পুষিয়ে নিতে পল্লী উন্নয়ন বোর্ডের প্রনোদণা ঋণ প্রদান

অভয়নগর

অভয়নগরে করোনার ক্ষতি পুষিয়ে নিতে পল্লী উন্নয়ন বোর্ডের প্রনোদণা ঋণ প্রদান

স্টাফ রিপোর্টার: অভয়নগরে করোনার ক্ষতি পুষিয়ে নিতে গ্রামীণ জনপদে অবস্থিত ৩৪জন উদ্যোগক্তাকে চৌত্রিশ লাখ টাকা ঋণ প্রদান করেছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড। বুধবার সকালে বোর্ডের অভয়নগর শাখার উদ্যোগে করোনা পরিস্থিতিতে বাংলাদেশ পল্লী উন্নয়ন বের্ডের(বিআরডিবি) বিভিন্ন সমিতির ৩৪ জন সদস্যকে প্রত্যেকে একলাখ টাকা করে স্বল্প সুদে ওই ঋণ প্রদান করা হয়। জানা গেছে, ঋণের ্ওই অর্থ গাভী পালন, ক্ষুদ্র ব্যবসা, কুঠিরশিল্প সহ নানা উন্নয়নে বিনিয়োগ করা হবে। ১৮ মাস পরে সুদসহ ওই ঋণের টাকা ফেরত দিতে হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আমিনুর রহমানের সভাপতিত্বে উক্ত প্রণোদনা ঋণ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর। এছাড়া অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের যশোর শাখার উপপরিচালক মো: কামরুজ্জামান, অভয়নগর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো: মেহেদী হাসান প্রমুখ।