স্টাফ রিপোরটার: নওয়াপাড়া ৫ কবর এলাকায় মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষে এলাকা বাসির উদ্বোগে আজ সোমবার সকালে ফ্রী হোমিওপ্যাথি ঔষধ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নওয়াপাড়া পৌর সভার ২ নং ওয়াড' কাউন্সিলর শেখ আঃ ওয়াদুদ, সাবেক কমিসনার মোঃ মোস্তফা কামাল, এম এম নজরুল ইসলাম, হোমিওপ্যাথি ডাঃ বদ রুজ্জামান, অধ্যাপক মোঃ জোবায়ের হোসেন, শিক্ষক অহিদুল ইসলাম লিপন, শ্রমিক নেতা শেখ আলাউদ্দিন, শেখ আঃ ওহাব, বিশিষ্ট ব্যাবসায়ি তবিবুর রহমান তবি, সমাজ সেবক শের আলী মোল্যা , কাজি বাবলুর রহমান, মোঃ হাসান গাজি, মোঃ কওছার মোল্যা, নওয়াপাড়া কলেজ ছাত্র সংসদের সাবেক জি এস মোল্লা হাবিবুর রহমান (হাবিব), বিশিষ্ট সমাজ সেবক জাহাঙ্গীর হোসেন, মোঃ সেলিম হোসেন, আমিনৃর রহমান মোল্লা, আলমগীর হোসেন প্রিন্স, সাজ্জাদ হোসেন, ফেরদাউস আহম্মেদ মন্টু, এনায়েত হোসেন টিপু, মোঃ ভাষানি, কামাল হোসেন, মোঃ টিটু, নৃর ইসলাম মাতব্বার, তাফসির মোল্লা, জাহিদুল শেখ, শাহাজাহান, বেলাল হোসেন, মাসুম বিল্লাহ, মফিজুর রহমান মোল্লা প্রমুখ নেতৃবৃন্দ।
এর আগে' নওয়াপাড়া ৫ কবর পশ্চিম পাড়া বাইতুন নৃর জামেমসজিদ নিমা'নের লক্ষে মসজির নিমা'ন স্থান নিধা'রন করে সাইনবোড' উঠানো হয় ।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.