অভয়নগর (যশোর) প্রতিনিধি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যশোর -৪ (অভয়নগর –- বাঘারপাড়া উপজেলা ও বসুন্দিয়া ইউনিয়ন) আসন থেকে এনামুল হক বাবুল আ.লীগের দলীয় প্রার্থী মনোনীত হয়েছেন। এ উপলক্ষে উপজেলা আ.লীগের উদ্যোগে দলীয় প্রধান শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শুকরিয়া সভা ও আনন্দ মিছিল করেছে উপজেলা আ.লীগ।
সোমবার বিকালে উপজেলা দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত শুকরিয়া সভা পৌর আ.লীগের সভাপতি রফিকুল ইসলাম সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।সভায় বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সহসভাপতি ইব্রাহিম হোসেন সরদার, সানা আব্দুল মান্নান,যুগ্ম সাধারণ সম্পাদক সুশান্ত কুমার দাস শান্ত, আব্দুর রউফ মোল্যা. শ্রমিক নেতা নজরুল ইসলাম ফারজী, রবিন অধিকারি ব্যাচা, ইউপি চেয়ারম্যান এ্যাড. নাসির ফারাজি, ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান, রওশন কবির টুটুল, সিংগাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন, কৃষকলীগ নেতা তাপস ফারাজী প্রমুখ। সভা শেষে একটি আনন্দ মিছিল বের হয়। মিছিলটি নওয়াপাড়া বাজার ঘুরে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.