রবিউল ইসলাম যশোরের অভয়নগরের হিদিয়া গ্রামের ক্বিরাতুল কুরআন মাদ্রাসা ও এতিমখানায় গতকাল সন্ধ্যা ৭টার সময় সাইকেল চুরি করতে গিয়ে এতিমদের হাতেই ধরা পড়েছে চোর। তাৎক্ষণিক ঘটনার খবর শুনে ঘটনাস্থলে গেলে দেখা যায় এতিমখানার নব নির্মিত ভবনের মেঝেতে পড়ে আছে চোর, চারিপাশে ভীড় করে আছে শতশত উৎসুক জনতা, মাদ্রাসার মুহতামিম হাফেজ আশরাফুল ইসলাম জানান মাগরিবের নামাজের কিছুক্ষণ পর মাদ্রাসার পাশে রাখা এতিমদের সাইকেলের তালা খোলা শব্দ শুনতে পাই, শব্দ শুনে ছাত্ররা এগিয়ে গেলে দেখে সাইকেল নিয়ে চলে যাচ্ছে, ধরার জন্য ধাওয়া দিলে চোর দৌড় দেয়, চিল্লানি দিলে পাশের লোকজন চলে আসলে তাদের সহায়তায় ধরা পড়ে যায়, গনপিটুনি দেওয়ার আগেই মুহতামিম তার হেফাজতে নিয়ে পুলিশকে ফোন দেয়, পার্শ্ববর্তী বাশুয়াড়ী পুলিশ ক্যাম্পের টু আই সি রিপন হোসেন এসে জিজ্ঞাসাবাদ করলে চুরির কথা স্বীকার করে, চোর তার নাম মিজান বলে জানায়, সে নওয়াপাড়া প্রফেসর পাড়ার এশারত গাজির ছেলে বলে পরিচয় দেয়। স্থানীয় ওয়ার্ড মেম্বার মিলাঙ্গীর হোসেন জানালেন পুলিশের সাথে আলোচনা করে কি করা যায় সিদ্ধান্ত নিবো, ক্যাম্পের টু আই সি জানালেন প্রাথমিকভাবে আমাদের হেফাজতে নিবো এবং যাদের সাইকেল চুরি হয়েছে তারা মামলা করলে মামলা নিয়ে চালান দিবো। শেষ খবর পাওয়া পর্যন্ত মামলার প্রস্তুতি নেয়া হয়নি।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.