অভয়নগরে এক হতদরিদ্র নারী বসতবাড়ির জমি দখল পেতে সাত বছর যাবৎ দ্বারে দ্বারে ঘুরছেন

নওয়াপাড়া অফিস
অভয়নগর উপজেলার রাজঘাট মৌজায় অবস্থিত এক হতদরিদ্র নারী তার ক্রয়কৃত জমির বেদখলিয় অংশ দখল পেতে সাত বছর যাবৎ দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন।স্থানীয় এক প্রভাবশালী তার বসতবাড়ির কিছু অংশ জমি ভোগদখল করছেন। একাধিকবার ওই জমি মাপজোপ করা হয়েছে কিন্তু তিনি দখল ছাড়েননি।হতদরিদ্র ওই নারীর নাম রহিমা বেগম(৫৫) তিনি ওই গ্রামের হাফিজুর রহমানের স্ত্রী।
রহিমা বেগম জানান, তিনি দিন মজুরের কাজ করেন। তার স্বামী রাজঘাট কার্পেটিং জুটমিলের একজন বদলি শ্রমিক ছিলেন। ১০ বছর আগে তিনি মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত কারনে পঙ্গু হয়ে বিছানায় পড়ে আছেন। বড় ছেলে মানষিক রোগী হয়ে ঘরে বসে থাকে। ছোট ছেলে অর্থের অভাবে ¯œাতক পরীক্ষায় অংশগ্রহন করতে পারেনি। বড় মেয়ের বিয়ে হয়েছে। ছোট মেয়ে মিতা খাতুন অত্যান্ত মেধাবী সে জেএসসি ও এসএসসি পরীক্ষায় গোল্ডেন প্লাস পেয়ে যশোর দাউদ পাবলিক স্কুল এন্ড কলেজ এ অধ্যায়ন করছে। সংসারে তার শ^াশুড়ী ও বড় ছেলের স্ত্রী ও ছেলের এক শিশু পুত্র মিলে ৬ জনকে নিয়ে অর্ধহারে অনাহারে দিন কাটাচ্ছেন। তার স্বামী সুস্থ্য থাকাকালিন রাজঘাট গ্রামের সাখাওয়াত হোসেন এর কাছ থেকে ২ শতক ও মোহাম্মদ আলীর কাছ থেকে ৪ শতক জমি কিনে বসবাস করে আসছেন। তার ক্রয়কৃত ছয় শতক জমির মধ্যে থেকে অর্ধশতক জমি পাশের এক প্রভাবশালী ব্যক্তির দখলে রয়েছে। এ ঘটনায় স্থানীয় ভাবে একাধিক শালিস বৈঠক অনুষ্ঠি হয়েছে। কিন্তু কোন সমাধান হয়নি। রহিমা বেগম বিষয়টি নিয়ে পৌর সভার মেয়র,থানার ওসি, জেলা পুলিশ সুপার ও বিভাগীয় পুলিশ কমিশনারে দপ্তরে একাধিক বার ধন্না দিয়েছেন কিন্তু কোন সমাধান হয়নি।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি)থান্দার কামরুজ্জামান বলেন, এ বিষয়ে কেউ আমার কাছে আসেনি, আসলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।