অভয়নগরে একাধিক মামলার পলাতক আসামী গ্রেফতার

এইচ.এম.জুয়েল রানা: অভয়নগর থানা পুলিশ অভিযান চালিয়ে একাধিক মামলার পলাতক আসামী মফিজুর রহমান ওরফে মফিজ(৪০)। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১ টায় তাকে উপজেলার গোপীনাথপুর গ্রামের একটি বিল থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ওই গ্রামের মৃত আব্দুল হামিদ শেখের ছেলে।
পুলিশ জানান,মফিজুর রহমান একজন দুর্ধর্ষ সন্ত্রাসী। সে এলাকায় একজন ত্রাস। তার নামে থানায় হত্যা, অপহরণ, চাঁদাবাজি,বিষ্ফোরক সহ ৬টি মামলা রয়েছে। দীর্ঘ দিন সে ভারতে পালিয়ে ছিলো। গোপন সংবাদের ভিক্তিতে তাকে গ্রেফতার করা হয়। আজ বুধবার তাকে জেল হাজতের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।