অভয়নগর প্রতিনিধি- অভয়নগর উপজেলার ঐতিহ্যবাহী একতারপুর মাধ্যমিক বিদ্যালয়ে জ্যাকজমকের সাথে পালিত হলো অভিভাবক সমাবেশ। রোববার সকাল থেকে শুরু হয়ে বিকাল পর্যন্ত চলে সমাবেশের কার্যক্রম। বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ফারাজী মাসুদুর রহমান টিটোর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর। বিশেষ অতিথি আক্তারুজ্জামান তারু,এ ছাড়া অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সচিনানন্দ, শিক্ষক প্রদীপ মন্ডল, পারভীন আক্তার, এলাকার সমাজ সেবক ফারাজী জিয়াউর রহমান জিয়া বাবু, সাব্বির আহমেদ শান্ত, সমির কুমার সরকার, ইব্রাহিম সরদার,হাফিজুর রহমান খান, আজিজ জোয়াদ্দার, শেখ ওলিয়ার রহমান,শিমুল ফারাজী , আক্তার ফারাজী, শাহিন ফারাজী, আজিবর গাজী প্রমুখ। সমাবেশে অভিভাবদের বিভিন্ন দিক নির্দেশনা মূলক পরামর্শ দেওয়া হয়।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.