অভয়নগরে উপজেলা প্রশাসনের আয়োজনে নিরাপদ সড়ক দিবস পালন

নওয়াপাড়া অফিস
অভয়নগর উপজেলা প্রশানের আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার দুপুরে একটি বর্ণাঢ্য র্যালি নওয়াপাড়া বাজার প্রদক্ষিণ করে। পরে উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দীনের সভাপেিত্ব সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর, উপজেলা সহকারি কমিশনার থান্দার কামরুজ্জামান, থানার অফিসার ইনচার্জ একেএম শামীম হাসাস, নওয়াপড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সিদ্দিকুর রহমান, ইউপি চেয়ারম্যান শেখ নাসির উদ্দীন, সানা আব্দুল মান্নান, বিকাশ রায় কপিল প্রমুখ।
অপর দিকে জাতীয় সেনিটেশন মাস অক্টোবর ও বিশ^ হাত ধোয়া দিবস উপলক্ষে এক অনুষ্ঠান একই সময়ে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর এবং সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী অফিসার। অনুষ্ঠানে হাত ধোয়ার গুরুত্ব ব্যাখ্যা কওে শোনানো হয়।