Type to search

অভয়নগরে উদীচী হামলার বিচার দাবি

অন্যান্য

অভয়নগরে উদীচী হামলার বিচার দাবি

নওয়াপাড়া অফিস:

২৩ বছর আগে যশোরের টাউন হল ময়দানে উদীচীর সম্মেলনে নারকীয় বোমা হামলার ঘটনায় এখনও বিচার হয়নি। জড়িতরা শাস্তি পায়নি। ১০ জন শহীদের পরিবার ও আহত ২ শতাধিক শিল্পী কর্মীরা সহায়তা পাননি। সোমবার নওয়াপাড়া স: মা: বিদ্যালয় মাঠে উদীচী অভয়নগর শাখা আয়োজিত আলোচনা ও দোয়া অনুষ্ঠানে বক্তারা একথা বলেন। সুনীল দাসের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সহসভাপতি ধনঞ্জয় বিশ্বাস, তাপস বিশ্বাস,চিন্ময় বিশ্বাস,সা: সম্পাদক সুকুমার ঘোষ, উদীচী কর্মকর্তা শামীম আখতার শিমুল,সুলতানা আরেফা মিতা,রুমানা খান,সঞ্জয় মন্ডল,মধুসূদন রায়, হাফিজুর রহমান, মাকছুরা পারভীন,মৌ রানী রায়,রণজিত মল্লিক।