অভয়নগরে ইউপি সচিব সমিতির কমিটি নির্বাচন সম্পন্ন

নওয়াপাড়া অফিস
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি’র অভয়নগর উপজেলা কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।এতে সভাপতি নির্বাচিত হয়েছেন প্রেমবাগ ইউনিয়নের সচিব মো: সিদ্দিক আলী, সাধারণ সম্পাদক হরে কৃষ্ণ দাস (শ্রীধরপুর ইউনিয়ন) সহ সভাপতি হামিমুর রহমান(পায়রা ইউপি),যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম(সুন্দলী ইউপি), সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান( বাঘুটিয়া), কোষাধ্যক্ষ আবু রাসেল(চলিশিয়া), নির্বাহী সদস্য ১। হাফিজুর রহমান(শুভরাড়া) ও নির্বাহী ২। তুষার কান্তি দাঁ(সিদ্দিপাশা)।