নওয়াপাড়া অফিস
অভয়নগর উপজেলার চলিশিয়া ইউনিয়ন কাউন্সিল পরিষদ , চলিশিয়া নি¤œ মাধ্যমিক বিদ্যালয় ও চলিশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সোমবার দিবাগত গভির রাতে চুরি সংঘটিত হয়েছে।
সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সূত্রে জানা গাছে, একটি সংঘবদ্ধ চোর চক্র এলাকার বাসাবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন প্রতিষ্ঠানে গ্রীল কেটে মালামাল চুরি করছে। ওই চোর চক্র গতরাতে চলিশিয়া নি¤œ মাধ্যমিক বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চলিশিয়া ইউনিয়ন কাউন্সিলর পরিষদের অফিসের তালা ভেঙ্গে ঘরে ঢুকে মূলাবান কাগজপত্র উলট পালট করেছে। আলমারিতে কোন টাকা পয়সা না থাকায় ওই সব প্রতিষ্ঠান থেকে কোন কিছু খোয়া যায়নি।
সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান সানা আব্দুল মান্নন ঘটনার সত্যতা স্বিকার করে বলেন, কাউন্সিল পাহারা দেওয়ার দায়িত্বরত দফাদার আবু সাঈদ ওমরা হজ্জ পালন করতে গেছেন। তার পরির্বতে এক জন করে চৌকিদার পালা করে পাহারা দেয় কিন্তু বিশ^কাপ ফুটবল খেলা দেখার কারনে ওই রাতে কেউ পাহারা দেয়নি এই সুযোগে চোরেরা তালা ভেঙ্গেছে। কিন্তু টাকা পয়সা না থাকায় কোন কিছু খোয়া যায়নি। এ ছাড়া চলিশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নাইটগার্ট আছে কিন্তু সেখানে ও চোরেরা হানা দিয়েছে এটা রহস্য জনক।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.