অভয়নগরে আ.লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

নওয়াপাড়া অফিস
অভয়নগর উপজেলা আ.লীগের উদ্যোগে দলের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার বিকালে উপজেলা চত্বরে অবস্থিত জাতির পিতার মুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে একটি বর্ণাঢ্য র্যলি নওয়াপাড়া বাজার প্রদক্ষিণ করে। র্যলি শেষে উপজেলা দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আ.লীগের সহসভাপতি শেখ আইয়ুর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন নবনির্বাচিত উ জেলা চেয়ারম্যান সরদার অলিয়ার রহমান, ভাইস চেয়ারম্যান আকতারুজ্জামান তারু, মহিলা ভাইস চেয়ারম্যান সাফিয়া খানম, উপজেলা আ.লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান সানা আব্দুল মান্নান প্রমুখ। সভাটি যৌথ ভাবে সঞ্চালনা করেন উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন ও উপজেলা আ.লীগের দপ্তর সম্পাদক গোলাম জহিরুল হক লিখন।
শেখ আতিয়ার রহমান