নওয়াপাড়া অফিস
গত ২৪ নভেম্বর যশোরে প্রধানমন্ত্রীর জনসভায় যাওয়ার কারনে অভয়নগর উপজেলার বাগদহ গ্রামে এক মুয়াজিনকে চাকরিচ্যুত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গত শুক্রবার জুম্মার নামাজ শেষে মসজিদ কর্তৃপক্ষ তাকে চাকুরিচ্যুত করেন ।
কুরিচ‚্যত হওয়া বাগদাহ শেখপাড়া বায়তুন নূর জামে মসজিদের মোয়াজ্জিন জানান, তিনি গত ২৪ নভেম্বর যশোরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় যান। এ ঘটনাকে কেন্দ্র করে তাকে মসজিদ কমিটি কটু কথা বলে। গত শুক্রবার জুম্মার নামাজের পর তাকে চাকুরিচ্যুত করা হয় ।
বাগদাহ্ শেখপাড়া বায়তুন নূর জামে মসজিদের সভাপতি ইউনুস মুন্সির বলেন, প্রধানমন্ত্রীর জনসভায় যাওয়াকে কেন্দ্র করে তাকে চাকুরিচ‚্যত করা হয়নি। মসজিদ কমিটির নির্দেশনা না মানায় এবং কমিটির কর্মকর্তাদের সাথে বিভিন্ন সময়ে বাকবিতন্ডা করায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.