স্টাফ রিপোর্টার:
অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়নের আড়পাড়া বাজারে জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য আব্দুর রউফ শোল্যাকে গতকাণ বিকালে সংবর্ধণা প্রদান করা হয়। ওইদিন সেখানে জগধদ্ধাত্রী পূজা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানে এ সংবর্ধণা প্রদান করা হয়। অভয়নগর উপজেলা পল্লী সঞ্জয় ব্যাংক কর্মকর্তা মিঠুন মন্ডলের সঞ্চালনায় ও পুজা কমিটির সভাপতি পলাশ মন্ডলের সভপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন । অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অভয়নগর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা খাতুন, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সুন্দলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিকাশ রায় কপিল, প্যানেল চেয়ারম্যান অপূর্বলাল ধর,সুন্দলী ইউনিয়ন আ,লীগয়ুগ্ম সাধারন সম্পাদক প্রভাষাক সমীরণ সরকার , আহছানউল্লা বিশ^বিদ্যালয় সহকারি অধ্যাপক ড: প্রদীপ দে, ২নং ওয়ার্ড আ,লীগ সভাপতি সুইট মল্লিক, সাধারণ সম্পাদক শিলাদিত্ত বিশ^াস পুজা কমিটির সাধারণ সম্পাদক লিটু মন্ডল কোষাধ্যক্ষ সুপ্রিয় হালদার প্রমুখ। অনুষ্ঠানে নবনির্বাচিত জেলা পরিষদের সদ্য তার বক্তৃতায় বলেন, জনপ্রতিনিধিরা আমাকে যোগ্য হিসাবে ভোট দিয়েছে। আমি জনপ্রতিনিধিদের সকল উন্নয়ন কাজে সহযোগিতা করবো। ভবদহের জলবদ্ধতা নিরসনের জন্য দ্রæত আমডাঙ্গা খাল বাস্তবায়নের চেষ্টা করবো।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.