এইচ.এম.জুয়েল রানা: অভয়নগরে গৃহহীনদের জন্য এবছর ৫৭টি বাড়ি বরাদ্দ হয়েছে। ভুমিহীন ও অস্বচ্ছল গৃহহীন দিনমজুররা এসব বাড়ি পাবে বলে জানা গেছে। এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে উপজেলা অডিটোরিয়ামে এক বাছাই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসেইন খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান পীরজাদা শাহ ফরিদ জাহাঙ্গীর। এছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কে এম রফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আকতারুজ্জামান তারু, মহিলা ভাইস চেয়ারম্যান মিনারা পারভীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শরিফুল ইসলাম রুবেল, শ্রীধরপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী, চলিশিয়া ইউপি চেয়ারম্যান নাদির হোসেন মোল্যা, প্রেমবাগ ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান, নওয়াপাড়া সরকারি কলেজের অধ্যক্ষ রবিউল হাসান, সাংবাদিক বৃন্দ ও সুবিধাভোগীরা। জানা গেছে এ পর্বে ৫৭জন জমি ও গৃহহীনদের একলাখ ৭১ হাজার টাকা ব্যয় করে বসত বাড়ি নির্মান করে দেওয়া হবে। প্রকৃত ভুমীহিনেরা যাতে এ সুবিধা পায় তার জন্য নানা রকম যাচাই বাছাই চলছে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.