প্রিন্ট এর তারিখঃ জুলাই ৬, ২০২৫, ৮:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৬, ২০২০, ৪:২৭ পি.এম
অভয়নগরে আতিয়ার হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার

অভয়নগর যশোর প্রতিনিধি- যশোরের অভয়নগরে শেখ আতিয়ার রহমান ওরফে আতাই হত্যা মামলার আসামি তারেক কাজী (২৪) ও শামিমকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেলে ও সন্ধ্যায় পৃথক অভিযান চালিয়ে পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করে অভয়নগর থানা পুলিশ। আজ শনিবার দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুর রহমান জানান, জুট মিল শ্রমিক আতাই হত্যাকাণ্ডের ৩ ও ৫ নম্বর আসামি এলাকায় এসেছে- এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে মোয়াল্লেমতলা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মামলার ৫ নম্বর আসামি শামিমকে গ্রেপ্তার করা হয়। শামিমের জানানো তথ্যে সন্ধ্যায় উপজেলার মশরহাটী গ্রামে অভিযান চালিয়ে ৩ নম্বর আসামি তারেক কাজীকেও গ্রেপ্তার করা হয়। অভিযানে সহযোগিতা করেন এসআই নাসির উদ্দিন, এএসআই তরিকুল ইসলাম সহ পুলিশ সদস্যরা।
এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, শেখ আতিয়ার রহমান ওরফে আতাই হত্যাকাণ্ডের দুজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামিদের আটকে পুলিশি অভিযান অব্যাহত আছে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.