অভয়নগরে আজ করোনা শনাক্তের হার ৭৩ শতাংশ

স্টাফ রিপোর্টার : অভয়নগরে আজ বৃহস্পতিবার করোনা শনাক্তের হার দাড়িয়েছে শতকরা ৭৩ ভাগের উপরে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যান বিদ তানসেন হোসেন জানান, গত বুধবার এ উপজেলা থেকে ৪১ জনের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়। আজ বৃহস্পতিবার পরীক্ষার রিপোর্ট হাতে পেয়েছি। এতে দেখা যায় ৪১ জনের মধ্যে ৩০ জনের নমুনায় করোনা পজেটিভ ধরা পড়েছে। যার শতাংশে দাড়ায় ৭৩. ১৭ জন। সবমিলে এ উপজেলায় মোট করোনা শনাক্ত হলো ৮০০ জন। এর মধ্যে ২৩ জন মারা গেছেন। বর্তমানে ১৫৫ জন চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্য থেকে ১৫ জন হাসপাতালে এবং বাকিরা বাড়িতে বসে চিকিৎসা নিচ্ছেন। গত দুই দিনে মৃত্যু হয়েছে তিন জনের। এরা হলেন উপজেলার কোটা গ্রামের সাহিদুলের স্ত্রী মারুফা বেগম(৪০) দক্ষিণ ধূলগ্রামের আদিত্য দত্তের ছেলে বিষ্ণ পদ দত্ত(৬৮) ও সিদ্দিপাশা গ্রামের মকবুল হোসেন (৬০)।