স্টাফ রিপোর্টার
সুস্থ্য ভাবে শিশুর মানষিক বিকাশে সহায়ক হিসাবে সাংস্কৃতিক কর্মকান্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই লক্ষকে সামনে রেখে অভয়নগর উপজেলার ধোপাদী গ্রামে কতিপয় সামাজিক ব্যক্তিবর্গের উদ্যোগে যাত্রা শুরু হলো অপরাজেয় সামাজিক পরিষদ’র সাংস্কৃতিক কর্মকান্ড। শুক্রবার(১০/৩/২৩) সাকালে ধোপাদী ফুটবল এ্যকাডেমি ভবনে সংগঠনের সামাজিক কর্মকান্ডের যৌথভাবে শুভ উদ্বোধন ঘোষণা করেন যশোর জেলা পরিষদের সদস্য ও অভয়নগর উপজেলা আ.লীগের যুগ্মসাধারণ সম্পাদক আব্দুর রউফ মোল্যা ও নওয়াপাড়া পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর , উপজেলা যুবলীগের আহবায়ক মো: তালিম হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন অভয়নগর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক চৈতন্য কুমার পাল,উপজেলা মৎস্যলীগের সভাপতি রিপন হোসেন, এলাকার গণ্যমান্য ব্যক্তি রতন পাল, শেখ আব্দুল কুদ্দুস, আব্দুস সামাদ আজাদ, ফুটবলার রফিকুল ইসলাম, আব্দুল খালেক সহ অনেকে।

সাংস্কুতিক সংগঠনের পরিচালকেরা জানান, এখানে প্রতি শুক্রবার চিত্রাংকণ , কবিতা আবৃতি । শনিবার সংগীত ও নৃত্য শ্রেণির পাঠদান চলবে। ইতোমধ্যে এই চারটি বিষয়ের শিক্ষক নিয়োগ হয়েছে এবং প্রতি শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি চলছে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.