অভয়নগরের রাজাপুরে কিশোরী সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:
রাজাপুর কিশোরী ক্লাবের তত্বাবধানে অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়নের রাজাপুর বিবেকানন্দ যুব সংঘ প্রঙ্গণে কিশোরী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আরআরএফ এবং পিকেএসএফ এর সহযোগিতায় আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মিন্টু কুমার রায়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আরআরএফ-এর প্রোগ্রাম অফিসার কামরুন্নাহার, গাবখালী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সবুজ বিশ^াস, আড়পাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রসেনজিত রায়, ঢাকুরিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিমুল রায়, রামসরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাধনা বিশ^াস, বিবেকানন্দ যুব সংঘের সহসাধারণ সম্পাদক বিশ^জিত বিশ^াস, সুন্দলী ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক শ্যামল রায়, গ্রাম ডাক্তার অপূর্ব রায়, নওয়াপাড়া ফাতেমা ক্লিনিকের সিনিয়র স্টাফ নার্স রিয়া রায় প্রমূখ। রাজাপুর কিশোরী ক্লাবের সভাপতি শাপলা রায়ের পরিচালনায় সমাবেশে উপস্থিত কিশোরীদের সমন্বয়ে নৃত্য, গান ও ক্রিড়া অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।