অভয়নগরের ভাটবিলায় শ্রী শ্রী শ্যামাপূজা উদ্যাপিত

শামছুজ্জামান মন্টু, ভ্রাম্যমাণ প্রতিনিধি:
অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়নের ভাটবিলা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রতি বছরের ন্যায় এবছরও হিন্দু ধর্মাম্বলীদের সার্বজনীন কালী মন্দির প্রাঙ্গণে শ্রী শ্রী শ্যামাপূজা উদ্যাপিত হয়েছে। গত ২৪অক্টোবর দেবী বোধনের মধ্যে দিয়ে পূজা আরম্ভ হয়ে ২৬ অক্টোবর প্রতিমা বির্সজনের মধ্যে পূজার সমাপ্তি ঘটে পূজা উপলক্ষে কালী পূজা কমিটির আয়োজনে ভাটবিলা গ্রামবাসির সার্বিক সহযোগীতায় সামাজিক যাত্রা দেবহাটা নাট্য সংস্থা সাতক্ষীরার এম এ হান্নান পরিচালিত বধু পেলনা সংসার অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে অভয়নগরের পল্লী সঞ্জয় ব্যাংক কর্মকর্তা মিঠুন মন্ডলের পরিচালনায় সভাপতিত্ব করেন শ্রী শ্রী শ্যামা পূজা কমিটির সভাপতি ¯েœহাংশু বিকাশ বিশ্বাস রঘু এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনসভাপতি পূজা উদ্যাপদ পরিষদ নওয়াপাড়া পৌর শাখার রবীন অধিকারী ব্যাচা, বিশেষ অতিথি ছিলেন অভয়নগর উপজেলা যুবলীগ আহবায়ক কমিটির সদস্য অনুপ অধিকারী, সাবেক কাউন্সিলর জিয়া উদ্দিন পলাশ, সাবেক চেয়ারম্যান বিকাশ মল্লিক, নওয়াপাড়া কম্পিউটার লিটলস্কুলের চেয়ারম্যান আমিনুর রহমান বাবু, আহবায়ক আওয়ামী মৎস্যজীবি লীগ অভয়নগর শাখার আহবায়ক এস এম রিপন, চলিশিয়া ইউনিয়ন আওমী মৎস্যজীবি লীগ আহবায়ক সানা আকবর আলী, পূজা কমিটির সাধারণ সম্পাদক সম্বল মন্ডল, কোষাধ্যক্ষ তন্ময় কুমার বিশ্বাস প্রমূখ।