মুরাদ হাসান- যশোরের অভয়নগর উপজেলার ৬ নং বাঘুটিয়া ইউনিয়নের শীবনগর গ্রামে প্রতিদিন জমজমাট জুয়ার আসর বসে। সরজমিনে তদন্ত করে দেখা যায়, শীবনগরের দীর্ঘ সাত মাস ধরে বিভিন্ন বাগানে,মাছের ঘেরের পাড়ে প্রতিদিন জমজমাট জুয়ার ব্যবসা চলে। স্থানীয় জুয়াড়িসহ বিভিন্ন থানা জেলা থেকে জুয়াড়িরা এখানে জুয়া খেলতে আসে। জুয়ার আসরে লাখ-লাখ টাকার জুয়ার ব্যবসা চলে। জুয়া খেলায় কেউ হেরে কাঁদে আবার কেউ জয়ী হয়ে হাসে,সব হারিয়ে কেউ আবার পথে বসেছে ভেঙ্গেছে আবার অনেকের সংসার। তবু ও থেমে নেই জুয়াখেলা , জুয়াড়িদের বহনকারী মটর সাইকেল চালক নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, জুয়া খেলা পরিচালনাকারী কয়েকজনের নাম ও বিভিন্ন থানা জেলা থেকে জুয়া খেলতে আসা জুয়াড়িদের কথা। ইতোমধ্যে জুয়া প্ররিচালনা কারীদের নাম ভাটপাড়া তদন্তকেন্দ্রের ইনচার্জ কে অবহিত করেছে স্থানীয়রা। জুয়াড়িদের বহনকারী মটর সাইকেল চালকের তথ্য অনুযায়ী,নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসি জানান জুয়া পরিচালনাকারীরা কেউ রাজনীতির সাথে জড়িত কেউ সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত হওয়ায় আমরা কেউ ভয়ে মুখ খুলতে পারিনা। এ বিষয়ে ভাটপাড়া তদন্ত্র কেন্দ্রের ইনচার্জ এস আই অভিজিৎ রায়ের সাথে মুঠোফোনে কথা বললে তিনি জানান জুয়াড়িদের ব্যাপাড়ে আমি পূর্বে শুনেছি এবং ব্যবস্থা গ্রহণ করিয়া জুয়াড়িদের সঠিক সন্ধান না পাইয়া ব্যর্থ হইয়াছি। তিনি জুয়াড়িদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেবেন বলে জানান।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.