অভয়নগরের বর্মণপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব স্মরণে অভয়নগরের বর্মণপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
নওয়াপাড়া অফিস
গতকাল বুধবার অভয়নগরের বর্মণপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব স্মরণে আযোজিত ক্যাম্পে যশোর মেডিকেল কলেজ ও হাসপাতালের সাবেক অধ্যাপক ও গাইনী বিভাগের বিভাগীয় প্রধান ডা. নিকুঞ্জ বিহারী গোলদার বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ করেন। প্রায় অর্ধ শতাধিক মহিলা সেবা গ্রহন করেন। তিনি এলাকার বিভিন্ন শ্রেণির মানুষের সাথে স্বাস্থ্য ও শিক্ষা বিষয়ক মত বিনিময় করেন। বর্মনপাড়া মন্দিরের সভাপতি ভজহরি বর্মণের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন,সনজিত বর্মণ,সুনীল দাস,পূজা বর্মণ,নির্মল বর্মণ,মাধব বর্মণ,শিশির বর্মণ প্রমুখ। প্রধান অতিথি বলেন,অর্থ ও যশ দুটোই অর্জন করেছি। পড়ন্ত বেলায় আমি দেশ ও দেশের মানুষের ভালবাসা অর্জন করতে চাই। মানুষের সেবার মাধ্যমে আমি মহান ¯্রষ্টার সান্নিধ্য পেতে চাই। তিনি পরে এলাকার শিশু কিশোরদের মাঝে শিক্ষা ও স্বাস্থ্য উপকরণ বিতরণ করেন।