অভয়নগর (যশোর) প্রতিনিধি,
আড়পাড়া পরীক্ষা কেন্দ্রধীন বিদ্যালয়গুলোর মধ্যে পারস্পারিক সম্পর্কের উন্নয়ন, শিক্ষার্থীদের মাদক ও মোবাইল ফোনের নেশা থেকে নিরাপদে রাখার লক্ষ্যে মঙ্গলবার যশোর জেলার অভয়নগর উপজেলাধীন সুন্দলী ইউনিয়নের আড়পাড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে ৮দলীয় ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে। উদ্ভোধনী ম্যাচে অংশগ্রহণ করে অভয়নগরের প্রেমবাগ ইউনিয়নের মাগুরা শান্তিলতা বহুমুখি মাধ্যমিক বিদ্যালয় বনাম অভয়নগরের সুন্দলী ইউনিয়নের সুন্দলী সৈয়দপুর ট্রাস্ট স্কুল এন্ড কলেজ। আয়োজিত টুর্ণামেন্ট অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আড়পাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি সুভাষ রায়। টুর্ণামেন্টে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আড়পাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমল কান্তি মল্লিক, সুন্দলী সৈয়দপুর ট্রাস্ট স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক জগন্নাথ রায়, মাগুরা শান্তিলতা বহুমুখি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সফিকুর রহমান, সড়াডাঙ্গা নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (বিপিএড) নরোত্তম মন্ডল, রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মিন্টু কুমার রায়, সহকারী শিক্ষক প্রকাশ চন্দ্র মল্লিক, উজ্জল কুমার সরকার, অভিজিত মন্ডল, টিটুল বিশ্বাস, মানষ মন্ডল প্রমূখ। উদ্ভোধনী ম্যাচে মাগুরা শান্তিলতা বহুমুখি মাধ্যমিক বিদ্যালয় সুন্দলী সৈয়দপুর ট্রাস্ট স্কুল এন্ড কলেজকে ৪-৫ গোলের ব্যবধানে পিছনে ফেলে নিজেদের বিজয় নিশ্চিত করে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.