প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৭, ২০২৫, ১২:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২২, ২০২৩, ১:৪৬ পি.এম
অভয়নগরের আকিজ জুট মিলের পিছনে গেট বিহীন রেল ক্রসিং এ ট্রেনে কাটাপড়ে মটর সাইকেল আরোহী নিহত

,নওয়াপাড়া পৌর প্রতিনিধিঃযশোর অভয়নগরের আকিজ জুট মিলের পিছনে দূর্গাপুর মোড়ে ট্রেনের সাথে দুর্ঘটনায় নিহত হয়েছেন বাসুদেব সুর নামের এক ব্যাক্তি। আজ
সকাল ৭:৩০ ঘটিকায় দুর্গাপুর মোরের রেল গেট বিহীন ক্রসিং পার হওয়ার সময় এ দুর ঘটনাটি ঘটে। স্থানিয় সূত্রে জানা যায় মটরসাইকেল নিয়ে পার হওয়ার সময় তিনি ট্রেনের নিচে পড়ে যান। উপস্থিত জনতা এ সময় তাকে উদ্ধার করে
অভয়নগর সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।
নিহত ব্যক্তি হলেন শিল্প ও বন্দরনগরীতে অবস্থিত নওয়াপাড়া হৃদয় টেলিকমের মালিক লিটন সুর এর পিতা :- বাসুদেব সুর-(৫৫)পিতা -মৃত বিজয় কৃষ্ণ সুর,বাড়ির তাদের বাড়ি খুলনা ফুলতলা উপজেলার-দক্ষিণদিহি গ্রামে।
দুর্ঘটনা কবলিত মমটর গাড়ির নাম্বার: খুলনা হ- ১১৬০০০
রেলওয়ে নিরাপত্তা বাহিনী নওয়াপাড়া রেলস্টেশনের উপপরিদর্শক (এসআই) সোহাগ কুমার জানান, যশোরগামী বেতনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় বাসুদেব সুর নামে একজন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। হাসপাতাল থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোরে পাঠানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.