অভয়গরে ফিলিস্তিন সংহতি কমিটির বিক্ষোভ মিছিল ও সমাবে
নওয়াপাড়া অফিস
যশোরের অভয়নগর ফিলিস্তিন সংহতি কমিটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। শনিবার বিকালে নওয়াপাড়া বাজারে কমিটির শতাধিক নেতাকর্মী ইসরাইল বিরোধী বিভিন্ন ফেস্টুন, প্লাকাড বহন করে মিছিলে অংশ গ্রহন করে। মিছিলটি নূরবাগ থেকে শুরু হয়ে নওয়াপাড়া বাজার প্রদক্ষিণ করে। পরে তারা নূরবাগ বাসস্টান্ডে সমাবেশে মিলিত হয়। সংহতি কমিটির আহবায়ক ডা. শহিদুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন যশোর জেলা কমিটির নেতা. তসলিম উর রহমান, মফিজুর হরমান রুন্নু, যুগ্ম আহবায়ক ডা. আজিজুর রহমান, চিন্ময় বিশ্বাস, কিশোর অধিকারী, সদস্য চৈতন্য কুমার পাল, ইন্তাজ আলী, মাসুদ শেখ, রনজিৎ বাওয়ালি প্রমুখ। সভা পরিচালনা করেন কমিটির সদস্য সচিব রিপন আহমেদ গাজী। এসময় তারা ফিলিস্তিনিদের ওপর ইসরাইল কর্তৃক বর্বর হামলার তিব্র নিন্দা জানান। বক্তারা অবিলম্বে যুদ্ধ বন্ধ করে ইসরাইলকে জাতিসংঘ থেকে বহিস্কার ও তাদের যুদ্ধাপরাধি হিসাবে ঘোষণা, অখন্ড ফিলিস্তিনি স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা ও ফিলিস্তিনকে দখল মুক্ত করার দাবি জানান।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.