অভয় নগরে এক কোটি খেজুর বীজ রোপন কর্মসূচির উদ্বোধন

যশোর জুড়ে ১ কোটি খেজুর বীপ বপনের শুভ উদ্ভোদন করলেন জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার
প্রিয়ব্রত ধর,নওয়াপাড়াঃ
যশোর জুড়ে ১ কোটি খেজুর বীজ বপন মহাপরিকল্পনার অংশ হিসেবে আজ শনিবার অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নে সরকারী খাস ৪ একর জাইগাতে খেজুর বীজ ও চারা রোপনের শুভ উদ্ভোধন করেন যশোর জেলা প্রশাসক জনাব আবরাউল হাছান মজুমদার। এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলে অভয়নগর উপজেলা নির্বাহী অফিসার কে এম আবু নওশাদ।
অভয়নগরে ৩০ দিনে ৩০ লাখ খেজুর বীজ
বপন- ২০২৪ উপলক্ষে এ কার্য ক্রম শুরু হয়।
এ সময় উপজেলার সকল এনজিও সম্মিলিত ভাবে বীজ বপনে সহযোগীতা করে থাকে।
উল্লেখ্য যশোর জেলার শ্রদ্ধেয় জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার বলেন প্রেমবাগ ইউনিয়নের মালোপাড়া পুলিশ ক্যাম্পের সামনে নদীর পাড়ের উদ্ধারকৃত সাড়ে ৪ একর খাস জমিতে খেজুর বীজ ও চারা লাগানো হচ্ছে। খেজুর গুড় জি আই সনদ প্রাপ্ত হওয়াই ও খাটি গুড়ের নিশ্চতায় এ পরিকপ্লনা নেওয়া হয়েছে। তিনি আরো বলেন অভয়নগর জুড়ে নদীর পাড়,খালের পাড়,রাস্তার পাশে সহ সরকারী পতিত, স্কুল মাদ্রাসা আঙ্গিনা, ব্যাক্তি গত অব্যবহারিত জায়গায় এ বীজ রোপন অব্যাহত থাকবে।
আগামী ৩০ দিন এ কর্ম যোগ্য অব্যাহত থাকবে। উপজেলা নির্বাহী অফিসার কে এম আবু নওশাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, সহকারি জেলা প্রশাসক (শিক্ষা) মোছা রেখা খাতুন ,জেলার পুলিশ সুপার জাহিদুল ইসলাম সোহাগ, অভয়নগর উপজেলার চেয়ারম্যান সরদার অলিার রহমান ভাইস চেয়ারম্যান আকতারুজ্জামান তারু্ মহিলা ভাইস চেয়ারম্যান সাফিয়া খানম্ সহকারি কমিশানার ভূমি মো: শামীম হোসাইন,অভয়নগর থানার অফিসার ইনচার্য আকিকুল ইসলাম প্রমুখ।