নওয়াপাড়া প্রতিনিধি
যশোরের অভয়নগরে ১৮ই ডিসেম্বর রবিবার বিভিন্ন আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০২২ অভয়নগর উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১২ টায় এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালি, পরবর্তীতে উপজেলা সম্মেলন কক্ষে সহকারি কমিশনার ভূমি থান্ডার কামরুজ্জামান এর সভাপতিত্বে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলামের সঞ্চালনায় দিবস টি উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার গোলাম সামদানি
বিশেষ অতিথি অভয়নগর থানার দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা এ কে এম শামীম হাসান বলেন সরকার অভিবাসীদের জন্য অনেক আন্তরিক তিনি কাউকে অবৈধভাবে বিদেশে না যাওয়ার জন্য অনুরোধ করেন
প্রধান অতিথির তার বক্তব্যে বলেন দেশের অর্থনীতিতে অভিবাসীদের অবদানের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করে অভিবাসীদের উপার্জিত অর্থের সঠিক বিনিয়োগের প্রয়োজনীয়তা তুলে ধরেন সভাপতি তার বক্তব্যে বলেন বর্তমান সরকার কর্মসংস্থান সৃষ্টিতে নানা সুযোগ সৃষ্টি করেছে এখন সময় সাধারণ মানুষের সেই সুযোগগুলো কাজে লাগানোর যেখানে প্রয়োজন শুধু সদিচ্ছার আরও উপস্থিতি ছিলেন যুব কর্মকর্তা আঞ্জুমান আরা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স কর্মকর্তা ছাড়া ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক বৃন্দ।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.