অভয়নগর প্রতিনিধি
যশোরের অভয়নগর উপজেলারে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ সালাউদ্দীন দিপু’র সাথে অভয়নগর প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) সকাল ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অভয়নগর প্রেসক্লাবের সভাপতি মো. রিপানুর ইসলাম রিপন এর নেতৃত্বে সভায় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম মাসুম, সিনিয়র সহ-সভাপতি আবদুল হালিম বাপ্পি, সহ-সভাপতি মো. আমিরুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক আলী আকবার সম্রাট, দপ্তর সম্পাদক মো. কামাল হোসেন, আইসিটি সম্পাদক ইমরান হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. মফিজুর রহমান শেখ, নির্বাহী সদস্য মো. কামরুল ইসলাম, শেখ ফরিদ হোসেন, শামসুর রহমান মন্টু, মো. মোজাফফর হোসেন, রিফাত হোসেন প্রমুখ।
এসময় নবাগত ইউএনও শেখ সালাউদ্দীন দিপু অভয়নগর উপজেলার সার্বিক উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে তার দাপ্তরিক কর্মপরিকল্পনা তুলে ধরেন।
তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন এবং উপজেলা প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সমন্বয় আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.