অভয়নগরে সরকারি গাছ কাটার ঘটনায় নিটল টাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি

স্টাফ রিপোর্টার
যশোর জেলার অভয়নগর উপজেলায় নিটল টাটা মটরস এর বিরুদ্ধে রাস্তার পাশের সরকারি গাছ কাটা ও জমি দখল করে সিমানা প্রার্চী নির্মান করার ঘটনায় ব্যবস্থা নেওয়া হয়নি।
এবিষয়ে স্থানীয় বাসীন্দা মো রফিকুজ্জামান লিটন গত ২৬ মার্চ অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিসে প্রতিকার চেয়ে লিখিত অভিযোগ করেন।
উপজেলা প্রশাসন অভিযোগ হাতে পেয়ে তা তদন্তের জন্য সহকারী কমিশনার ভূমি কে দায়িত্ব দেন বলে এক বিশ্বস্ত সূত্রে জানাযায়। কিন্তু
গাছ কাটার বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্র বলেন, নিটল টাটা গাছ কেটেছে কিনা তা আমার জানা নেই। এবিষয়ে তার কাছে কেউ অভিযোগ করেনি। এ ব্যাপারে তিনি বন বিভাগের কাছে খোঁজ নিতে বলেন।
গত ২৩ ফেব্রুয়ারি সাকলে উপজেলার প্রেমবাগ ইউনিয়নের উত্তরপাড়া সিংগেরপাড়া রূপ সনাতন ধামের রাস্তা থেকে ওই গাছ কাটা হয়। এসময় এলাকাবাসী বাঁধা দিলে তা অমান্য করে গাছ কাটা হয়। অভিযোগ উঠেছে নিটল মটরসের কর্মচারী নারায়ণ দাড়িয়ে থেকে লেবার দিয়ে গাছ কাটেছে।
এলাকাবাসী জানান গাছ কাটার খবর দিলে স্থানীয়প্রেমবাগ ইউনিয়ন ভূমি অফিস থেকে পিয়ন আবু সাঈদকে ঘটনা স্থলে আসেন।
আবু সাঈদ নিটন টাটা মটরস লিঃ এর জি এম মো মিজান রহমান সাহেবের অফিসে বসে থেকে গাছ কাটার সহযোগিতা করেন বলে এলাকাবাসী অভিযোগ করেছেন।