অভয়নগর প্রতিনিধি
মহল্লায় সম্প্রীতির বন্ধন দৃঢ় করতে যশোরের অভয়নগর উপজেলার ধোপাদী হাড়িভাঙ্গায় নানা রকম গ্রামীন খেলার আয়োজন করে। শুক্রবার দিন ব্যাপী এ খেলা চলে। খেলার মধ্যেছিলো, চোখ বেঁধে হাড়িভাঙ্গা, চোখ বেঁধে হাস ধরা, মহিলাদের বালিশ বদল, তৈলাক্ত কলাগাছে উঠা, দড়াটানা, শিশুদের দৌড় প্রতিযগিতা,ফুটবল ও রাতে হা ডু ডু খেলা। খেলা শেষে প্রীতি ভোজও করে তারা। অনুষ্ঠানের আয়োজক আজাদ হোসেন বলেন, আমরা মহল্লাবাসীর মধ্যে সম্প্রীতি বজায় রাখতে প্রতি বছর এ আয়োজন করি।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.