অভয়নগর প্রতিনিধি
যশোর-খুলনা মহাসড়কের অভয়নগর উপজেলার আলিপুর ব্রীজের ওপর মঙ্গলবার সকালে (২১/১০/২৫) সড়ক দুর্ঘটনায় তরকারি ব্যবসায়ী আবুল কালাম (৪৫)। মারা গেছেন।তিনি প্রেমবাগ ইউনিয়নের চাপাতলা এলাকার বাসিন্দা এবং স্থানীয় আনোয়ার মেম্বরের ভাই।
জানা গেছে মৃত আবুল কালাম বাড়ি থেকে নওয়াপাড়া বাজারে তরকারি বিক্রি করতে যাচ্ছিলেন। মঙ্গলবার সকাল ৫টার দিকে তিনি আলিপুর ব্রীজ এলাকায় পৌঁছালে যশোর দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক পিছন দিক থেকে ধাক্কা দেয়। আবুল কালাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, “ট্রাকটি এত দ্রুতগতিতে আসছিল যে, ব্রেক করার সময়ও দেয়নি। চোখের পলকে মানুষটা রাস্তায় ছিটকে পড়ে।”
খবর পেয়ে অভয়নগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং তা অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি দ্রুত পালিয়ে যায়।তবে পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকের কিছু অংশের ভাঙা নম্বরপ্লেট ও অন্যান্য প্রমাণ সংগ্রহ করেছে বলে জানা গেছে।
আবুল কালামের পাশের এক দোকানি বলেন, আবুল কালাম ছিলেন অত্যন্ত পরিশ্রমী ও সৎ একজন মানুষ। প্রতিদিন ভোরে বাজারে আসতেন তাজা সবজি বিক্রি করতে। হঠাৎ এমন মৃত্যুর খবরে আমরা সবাই হতবাক।
নোয়াপাড়া হাইওয়ে থানার ওসি জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটিকে শনাক্ত করার চেষ্টা চলছে এবং দ্রুত চালককে আটক করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.