স্টাফ রিপোর্টার: মোঃ ইবাদৎ হোসেন
বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলকে আরও গতিশীল, সুসংগঠিত ও তৃণমূল পর্যায়ে শক্তিশালী করার লক্ষ্যে যশোরের অভয়নগর উপজেলার শ্রীধরপুর ইউনিয়নে “কর্মী সম্মেলন-২০২৫” অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে মথুরাপুর বাজার প্রাঙ্গণে আয়োজিত এ কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন অভয়নগর থানা মৎস্যজীবী দলের আহ্বায়ক শামিম হাসান এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মোঃ রাজু আহম্মেদ।
সম্মেলনে বক্তারা সংগঠনকে আরও সুদৃঢ় করতে তৃণমূলের কর্মীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। তাঁরা বলেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে মৎস্যজীবী দলের প্রতিটি কর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সংগঠনের শক্তি তৃণমূলে গড়ে তুললেই জাতীয় আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর আহ্বায়ক মনিরুজ্জামান শামীম, যুগ্ম আহ্বায়ক চঞ্চল বিশ্বাস, সিরাজুল ইসলাম, এনামুল সরদার, কামাল হোসেন, সদস্য সচিব মিলন হোসেন, শফিকুল ইসলাম, জাতীয়তাবাদী দলের আরিফ হোসেন, মফিজ মল্লিকসহ মৎস্যজীবী দলের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা।
সম্মেলনে শ্রীধরপুর ইউনিয়ন থেকে দলে দলে নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন। পুরো অনুষ্ঠানস্থল জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।
বক্তারা আরও বলেন, “মৎস্যজীবী দলের এই কর্মী সম্মেলন অভয়নগরে সংগঠনের নতুন গতি ও ঐক্যের বার্তা দেবে।”
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.