
অভয়নগর প্রতিনিধি
যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন অভয়নগর উপজেলা ইউনিটের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও স্থানীয় প্রয়াত সাংবাদিকদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) সকালে নওয়াপাড়া ইনস্টিটিউটের সভাকক্ষে এ পরিচিতি সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন অভয়নগর উপজেলা ইউনিটের প্রধান উপদেষ্টা ও এটিএন নিউজের স্টাফ রিপোর্টার নজরুল ইসলাম মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ সালাউদ্দীন দিপু,বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহমেদ, উপদেষ্টা পরিষদের সদস্য বদরুদ্দীন বাবুল, সাংগঠনিক সম্পাদক মালেকু জ্জামান কাকা, কার্যনির্বাহী কমিটির সদস্য হাসিবুর রহমান শামীম,
অভয়নগর উপজেলা ইউনিট প্রধান হারুন-অর-রশিদের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি এস এম মুজিবুর রহমান, নওয়াপাড়া প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশরাফ হোসেন, প্রিন্স সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ জাহিদ মাসুদ তাজ, অভয়নগর উপজেলা ইউনিটের ডেপুটি ইউনিট প্রধান কামরুল ইসলাম, সহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
বক্তারা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নির্ভীকভাবে সংবাদ পরিবেশনের জন্য সকল সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান করেন৷ এছাড়া সাংবাদিকদের দায়িত্ববোধ ও সমাজের প্রতি দায়বদ্ধতার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্বে স্থানীয় প্রয়াত সাংবাদিকদ মীর সিদ্দিক আলী, নিজামুদ্দিন আহমেদ, আসলাম হোসেন, মোল্লা ওলিয়ার রহমান, মিজানুর রহমান লাভলু, ওয়াহিদুজ্জামান মোহাম্মদ, ফারুক হোসেন, ইকরাম সিদ্দিক খোকন ও কৃষ্ণ বসুর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

