
”অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি”
বিশেষ প্রতিনিধি
”অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এই পতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় অভয়নগরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপিত হয়য়েছে। এ উপলক্ষে আজ সোমবার (১৮ আগস্ট) সকাল ১০ টায় উপজেলা চত্বর থেকে একটি র্্যালি বের হয়ে যশোর-খুলনা মহাসড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা আমিনুল হক এর সভাপতিত্বে উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা পার্থ প্রতিম শীল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র অভয়নগর থানা কমিটির সভাপতি ফারাজী মতিয়ার রহমান, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাচান, থানা জামায়তের সেক্রেটারি মো মহিউল ইসলাম, এনসিপি নেতা মানিক কুমার রায়। এসময় আরও উপস্থিত ছিলেন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সাংবাদিকবৃন্দ, মৎস্য চাষি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সুধিজন।