সিনিয়র করেসপন্ডেন্ট
যশোর অভয়নগরের নওয়াপাড়া স্টেশন বাজারে বসুন্ধরা মাল্টি ট্রেডিং শাখা অফিসের উদ্ভোদন হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) বিকালে নওয়াপাড়ার স্টেশন জামে মসজিদে বাদ আছর দোয়া অনুষ্ঠিত হয়। পরে বসুন্ধরা গ্রুপের মাল্টি ট্রেডিং অপারেশন পরিচালক, লেফটঃ কর্নেলঃ মোহাম্মদ খায়রুল ইসলাম সরকার ও প্রতিষ্ঠানটির ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ জালাল উদ্দীন সহ শাখা অফিসের প্রতিনিধিরা ফিতা কেটে অফিস উদ্ভোদন করেন।
এসময় প্রতিষ্ঠানটির মাল্টি ট্রেডিং অপারেশন পরিচালক, লেফটঃ কর্নেলঃ মোহাম্মদ খায়রুল ইসলাম সরকার রসুল (সাঃ)এর উক্তি টেনে বলেন, যেভাবে রসুল (সাঃ) ব্যাবসা করেছেন সেভাবেই কর্মপরিধি পরিচালনা করবে বসুন্ধরা গ্রুপ। এরই আলোকে অভয়নগরের নওয়াপাড়ার স্টেশন বাজারে শাখা অফিসের উদ্বোধন করা হয়েছে।
প্রতিষ্ঠানটির ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ জালাল উদ্দীন বলেন, নওয়াপাড়া থেকেই প্রায় ৪০ শতাংশ কয়লা দেশের বিভিন্ন জেলায় পাঠানো হয়। তিনি আরও বলেন, বসুন্ধরা গ্রুপের কয়লা শতভাগ নিশ্চয়তার সাথে ব্যাবসায়ীরা পাবেন।
এসময় শাখা অফিসের প্রতিনিধি সহ স্থানীয় ব্যাবসায়ীরা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.