
অভয়নগর (যশোর) প্রতিনিধি:
অভয়নগরে বন্ধু কল্যাণ ফাউন্ডেশনের সমৃদ্ধি কর্মসূচীর আওতায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিন ব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ডের মাধ্যমে পোতপাড়া পাইকপাড়া ভূগিলহাট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এলাকার সাধারন মানুষের উপস্থিতিতে এক মিলন মেলায় পরিনত হয়। এ সময় বন্ধু কল্যাণ ফাউন্ডেশন (বিকেএফ)’র বাস্তবায়নে ক্রীড়া প্রতিযোগীতার সার্বিক সহযোগিতা করেন ঢাকার পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) কর্তৃপক্ষ। ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে পোতপাড়া পাইকপাড়া ভূগিলহাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মল্লিক আরাফাত হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ তৈয়েবুর রহমান।
পোতপাড়া পাইকপাড়া ভূগিলহাট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুমন কুমার দাস’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের সাবেক সফল ৫ বার নির্বাচিত চেয়ারম্যান ও বর্তমান চেয়ারম্যান এর পিতা শেখ হাসেম আলী, বন্ধু কল্যাণ ফাউন্ডেশনের সহকারী পরিচালক প্রশিক্ষণ ও ফোকাল পারসন এস. এম. ফারুক হোসেন, বন্ধু কল্যাণ ফাউন্ডেশনের উপজেলা প্রোগ্রাম কোর্ডিনেটর এ বি এম আহসান উল্লাহ, বন্ধু কল্যাণ ফাউন্ডেশনের উপজেলা সহকারী প্রোগ্রাম কোর্ডিনেটর শেখ আসফিক শাহরিয়ার মুকুল, বন্ধু কল্যাণ ফাউন্ডেশনের স্বাস্থ্য কর্মকর্তা রসময় দাশ, বাঘুটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মুন্সি আয়ুব আলী, সাবেক ক্রীড়া শিক্ষক মুন্সি আবুল হাসান, সমাজসেবক শেখ মুজিবর রহমান সহ প্রমূখ।
বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতিযোগিতায় ওই বিদ্যালয়ের শিক্ষার্থী ও কিশোর-কিশোরী ক্লাবের সদস্যরা অংশ গ্রহন করেন। তাদের বিভিন্ন আধুনিক গানের নৃত্য পরিবেশন দেখে এলাকার মানুষ মুগ্ধ হয়েছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মোট ৫৫টি ইভেন্ট এ ১শ’ ৮৫ জন ছাত্র-ছাত্রী অংশ গ্রহন করেছেন। প্রতিটি বিজয়ী অংশ গ্রহন কারীর জন্য রয়েছে ভিন্ন ভিন্ন পুরষ্কার। ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পরে ৩ জন শ্রেষ্ঠ প্রবীণকে, ৬ জন শ্রেষ্ঠ যুবক-যুবতী ও ৩ জন শ্রেষ্ঠ সন্তান’র হাতে শুভেচ্ছা সম্মাননা স্মারক তুলে দেন অতিথি বৃন্দ।

