প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৬, ৯:৪২ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৩১, ২০২০, ৬:২৩ পি.এম
অভয়নগরে প্রেমবাগ ইউনিয়ন যুবলীগের কমিটি গঠন

আমানুল্লাহ: গত ৩০ জুলাই উপজেলা যুবলীগৈর এক প্রেস বিজ্ঞপ্তি মারফতে জানা গেছে অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়ন যুবলীগের কমিটি গঠিত হয়েছে। নতুন এই কমিটিতে প্রভাষক মোঃ নাসির উদ্দিন সভাপতি ও মোঃ জাহাঙ্গীর আলম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
নয় সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি মোঃ মোকছেদ মোড়ল, মোঃ আজিজুর রহমান, দেলোয়ার হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, আজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ মুরাদ হোসেন মোড়ল এবং সম্মানিত সদস্য সৈয়দ কামরুজ্জামান।
সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে সাধ্যমত কাজ করে যাব। এছাড়াও প্রেমবাগ ইউনিয়নকে সন্ত্রাস ও মাদক মুক্ত করার লক্ষ্যে সর্বোচ্চ চেষ্টা করব। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য এবং ভিশন ২০২১ সফল করতে নিজের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাবো।
উল্লেখ্য, ২ মার্চ প্রেমবাগ ইউনিয়ন যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। দীর্ঘ সময় পরে কমিটি ঘোষণা হওয়ায় উচ্ছাসিত প্রেমবাগ ইউনিয়ন যুবলীগের নেতাকর্মীরা। নবগঠিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা ও কেন্দ্রীয় কমিটিকে ধন্যবাদ জানিয়েছে এলাকাবাসী।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2026 অপরাজেয় বাংলা. All rights reserved.