অভয়নগরে পূর্ব শত্রুতার জের ধরে এক নারীকে কুপিয়ে জখম

অভয়নগর প্রতিনিধি-
জমিসংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে যশোরের অভয়নগর সিদ্ধিপাশা চন্দ্রপুর গ্রামের গুলনাহার বেগম (৪৫) নামের এক নারীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষের লোকজন। গত বুধবার (১৬এপ্রিল) সকালে তার উপর এই হামলা চালান হয়। তিনি ওই গ্রামের আব্দুল গফুর মোল্ল্যার স্ত্রী। আহত নারীকে মুমূর্ষু অবস্থায় বুধবার সকাল ৯ টার দিকে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেন । এসময় রোগীর অবস্থা আরও অবনতি হতে থাকলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এঘটনায় ভুক্তভোগীর স্বামী আব্দুল গফুর মোল্যা বাদী হয়ে বৃহস্পিবার (১৭এপ্রিল) ৩ জনকে অভিযুক্ত করে আরও ২/৩ জন অজ্ঞাত ব্যাক্তির বিরুদ্ধে অভয়নগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগকারী অব্দুল গফুর মোল্ল্যা জানা যায়, জমিসংক্রান্ত বিষয়ে পূর্ব থেকে অভিযুক্তদের সাথে আমার বিরোধ চলে আসছিলো। ঘটনার দিন হত্যার উদ্দেশ্যে দেশীয় ধারালো অস্ত্রসস্ত্র নিয়ে আমার বাড়িতে তারা আমাকে না পেয়ে আমার স্ত্রী গুলনাহার কে হত্যার উদ্দেশ্য করে অমানুষিক ভাবে রামদা দিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। বাক্সে পান বিক্রিয় করা নগদ ৭০ হাজার টাকা ও স্ত্রীর গলার একটি দোনার চেইন নিয়ে চলে যায়। এখন আমার স্ত্রী আশংকা জনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।
অভিযোগের বিষয়ে অভয়নগর থানার অফিসার ইনচার্জ আব্দুল আলীম বলেন, অভিযোগ হাতে পেয়েছি তদন্ত পূর্বক পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।