স্টাফ রিপোর্টার
অভয়নগর উপজেলায় অবস্থিত যশোর জেলা ট্রাক, ট্রাাক্টর, ট্যাংকলরি(দায্য পদার্থ বহনকারি ব্যতিত) ও কভারভ্যান শ্রমিক ইউনিয়ন নির্বাচন আগামী ২৬ সেপ্টেম্বর। নির্বচন ঘিরে প্রচার প্রচারনায় এলাকা মুখরিত হয়ে উঠেছে। এ যেন জাতীয় নির্বচনের আমেজ।
নির্বাচন পরিচালনা কমিটির সভাপতির দায়িত্বে রয়েছেন উপজেল্ বিএনপি সভাপতি ফারাজী মতিয়ার রহমান। এছাড়া ৫ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটির অন্যান্য সদস্যরা হলেন, পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্যা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম হায়দার ডাবলু ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন।
নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৮ হাজার ১৯৯ জন। এবছর ইউনিয়নে কার্যনির্বাহী কমিটির ২৬টি পদে ৬২জন প্রার্থী প্রতিদ্ব›দ্বীতা করছেন। এর মধ্যে ৬টি পদে প্রতিদ্ব›দ্বী প্রর্থী না থাকায় তারা বিনা প্রতিদ্ব›দ্বীতায় নির্বাচিত হয়েছেন। এরা হলেন সাংগঠনিক সম্পাদ পদে মানিক হোসেন,সহ সাংগঠনিক পদে আব্দুর রশিদ মনা, কোষাধ্যক্ষ পদে আবুল কালাম আকন,প্রচার সম্পাদক পদে বাদশা সরদার,দপ্তর সম্পাদক পদে রেজাউল হোসেন রানা ও শিক্ষা সমাজা কল্যান সম্পাদক পদে লিটন মোল্যা।
নির্বচনে সভাপতি পদে প্রতিদ্ব›দ্বীতা করছেন দুইজন এরা হলেন বিএনপি নেতা ও নওয়াপাড়া পৌরসভার সাবেক মেয়র মো: রবিউল হোসেন। তিনি চশমা প্রতীক নিয়ে নির্বাচন করছেন। এছাড়া অপর প্রতিদ্ব›দ্বী প্রার্থী হলেন পৌর সভার ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি এস, এম রফিকুল ইসলাম টুলু। তিনি ঈগল পাখি প্রতীক নিয়ে নির্বাচন করছেন।
সাধারণ সম্পাক পদে তিন জন প্রার্থী প্রতিদ্ব›দ্বীতা করছেন এর হলেন, আবুল কালাম আজাদ(আনারস প্রতীক),মো: জিয়াউর রহমান(তরবারি প্রতীক) ও মো: রাজু আহম্মেদ (প্রজাপতি প্রতীক) এরা সকলেই বিএনপি নেতা বলে জানা গেছে।
কার্যকরী সভপতি পদে নির্বচন করছেন দুই জন প্রার্থী এরা হলেন মো: আমিন মোল্যা(কলস প্রতীক) ও মো: হাবিবুর রহমান(টায়ার প্রতীক)।
সহসভাপতি পদে ৭ জন প্রার্থী প্রতিদ্ব›দ্বীতা করছেন এরা হলেন, মো: আবুল কাশেম (চাঁদ প্রতীক), ইসলামী শাসনতন্ত্র নেতাএস এস মহসিন (টুপি প্রতীক), এম আকতারুজ্জামান লিটন(ডালিম প্রতীক),বাকীউজ্জামান রানা(ডাক প্রতীক), মো: বিল্লল হাওলাদার(জগ প্রতীক)মাহামুদ কবির (টিউবওয়েল প্রতীক)
হারুণ ইর রশিদ(শাপলা প্রতীক), যুগ্ম সাধারণ সম্পাদক পদে তিন জন প্রাথী নির্বাচন করছেন এরা হলেন, ফারুক শেখ(রুই মাছ),মোতাহার হোসেন(কুড়াল),রুহুল আমিন পাটোয়ারী(মটর সাইকেল)। সহ সাধারণ পদে নির্বাচন করছেন ৮ জন প্রার্থীএরা হলেন- আসাদুল ইসলাম লিটন(বেবিটেক্সি),নূর শেখ(দোয়েল পাখি),বাবুল শেখ(জাহাজ),বদিউজ্জামান(বই),মি
আইন বিষয়ক সম্পাদক পদে নির্বাচন করছেন দুই জন এরা হলেন- আব্দুল্লহ আল হাকিম (টেবিল ফ্যান) ও ইকরাম হোনে(ঘুড়ি), ক্রীড়া বিয়ক সম্পাদক পদে নির্বাচন করছেন ২ জন এরা হলেন, শহিদুল ইসলাম(স্টিয়ারিং হুইল) ও সিরাজুল ইসলাম(ব্যাট বল), লাইন সম্পাদক পদে নির্বাচন করছেন তিন জন এরা হলেন, বাবু শেখ(মোরগ) মামুনুর রহমান(বাস),রবিউল ইসলাম(উড়োজাহাজ)। এ ছাড়া কার্যনির্বাহী সদস্য ১০ টি পদের বিপরীতে ২৪ জন প্রার্থী প্রতিদ্ব›দ্বীতা করছেন।
সভাপতি পদে প্রতিদ্ব›দ্বী প্রার্থী, মটর শ্রমিকের বিভাগীয় নেতা সাবে মেয়র সো: রবিুল হোসেন বলেন, আমি দীর্ঘ দিন এখানে সভাপতি পদে নির্বাচিত হয়ে আসছি, আশাকরি এবছও শ্রমিকেরা বিপুল ভোটে আমাকে নির্বাচিত করবেন।’ নাম প্রকাশ না করার শর্তে একজন সাধারণ ভোটর বলেন, ‘আ.লীগের কোন প্রার্থী নির্বাচনে অংশগ্রহন করেনি। এরা প্রায় সবাই বিএনপি নেতা। অথচ আ.লীগের অনেক শ্রমিক বান্ধব নেতা ছিলো তারা নের্তৃত্বে না আসায় অনেক শ্রমি হতাশ হয়ে পড়েছে।’
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.