অভয়নগরে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার
অভয়নগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। মৃত কাকলী (২৩) গোপালগঞ্জ জেলার সুলতান সাঁই গ্ৰামের শাহীন শেখের মেয়ে।
সে নওয়াপাড়া পৌরসভার রাজঘাট রাজার মেয়ের মোড়ের শামীম কাজীর স্ত্রী ও দুই কণ্যা শিশুর মা।
মৃত কাকলীর বাবা শাহীন শেখ বলেন, সকাল সাড়ে সাতটায় খবর দেয় আমার মেয়ে মারা গেছে , আমি খবর পেয়ে নওয়াপাড়া আসি। আমার মেয়ে জামাই শাহীন ও তার পরিবার পরিকল্পিতভাবে হত্যা করে লাশ ঘরের আড়াতে ঝুলিয়ে রেখে এখন ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে।
মৃত্যুর কারণ সম্পর্কে জানতে চাইলে কাকলীর স্বামী পক্ষের কেউ কিছু বলতে রাজি হননি।
কাকলীর মৃত্যুর কারণ জানতে চাইলে অভয়নগর থানার তদন্ত ওসি মিলন কুমার মন্ডল বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
সৈয়দ রিপন
৪.০২.২৩